Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক বছরসমূহের (৩বছরপ্রধান অর্জনসমূহ:

একাডেমিক কাম প্রশাসনিক ভবনের সংস্কার কাজ, আইসিটি ল্যাবের মেরামত ও সংস্কার কাজ, আইসিটি ল্যাবের কম্পিউটার সংখ্যা বৃদ্ধিকরণ, ছাত্রছাত্রীদের জন্য ০২(দুই)টি ক্লাশ রুমের ব্যবস্থা করা হয়েছে, পুরাতন টিনশেড পূণ: নির্মান, সীমানা প্রাচীর পূণ: নির্মান ও মেরামত, ইলেকট্রিক্যাল , ওয়েল্ডিং ও ওয়ার্কশপের মেরামত ও সংস্কার কাজ, শিক্ষকদের জন্য একটি কমন রুমের ব্যবস্থা, ছাত্রী এবং মহিলা শিক্ষক ও কর্মচারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করণ, প্রতিষ্ঠানের লাইব্রেরীর মধ্যে বই সংস্করন ও পড়ার পর্যাপ্ত জায়গার ব্যবস্থাকরণ, ছাত্রছাত্রীদের নিরাপদ পানির ব্যবস্থা, শহীদ মিনার নির্মাণ, ৩৬ জোড়া সিটবেঞ্চ ও হাই বেঞ্চ ও ৩টা টেবিল ও ৩টা চেয়ার ও সিবিটি এন্ড এ অনুমোদ ও মূল্যায়ন কার্য্যক্রম সম্পাদন। অতিথিদের জন্য কক্ষ ও টয়লেটের ব্যবস্থা।


সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ: 

  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে নিম্নলিখিত সংস্কার সাধন প্রয়োজনঃ ইন্ড্রাস্ট্রী লিংকেজ জোরদার করণ, RTO সেন্টার এবং RPL এ্যাসেসমেন্ট সেন্টার স্থাপন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে শিক্ষা ও প্রশিক্ষণের গুনগত মান উন্নয়ন।  পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) কার্যক্রম জোরদার করণ। পরবর্তণশীল প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পরিবর্তনশীল শ্রমবাজারে দক্ষ জনশক্তি চাহিদার প্রক্ষেপনঃ আন্তর্জাতিক শ্রমবাজারে কোন সেক্টরে কতজন এবং কোন লেভেলের দক্ষতা সম্পন্ন জনবল প্রয়োজন তার সঠিক তথ্য জানা । উক্ত চাহিদা পূরণে সমন্বিত এবং নমনীয় নিয়োগ পদ্ধতি ও প্রশিক্ষণ ব্যবস্থা প্রণয়ন। শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিতকরণ। বিদেশ ফেরত দক্ষ কর্মীগণের দক্ষতা মূল্যায়ণ পূর্বক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।