Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

প্রতিষ্ঠানে এর ভবিষ্যৎ উন্নয়ন কর্মকান্ডের তালিকা :


নতুন একাডেমিক ভবন নির্মান, পুরাতন ওয়ার্কশপের উন্নয়ন করা, পুরাতন টিনশেড ক্লাস রুমের উন্নয়ন করা, সীমনা প্রাচীর ও অভ্যন্তরীন রাস্তার উন্নয়ন করা, একাদশ ও দ্বাদশ শ্রেনীর জন্য আলাদা ওয়ার্কশপ তৈরী করা, লাইব্রেরী সমৃদ্ধকরণ, আরও চারটি ক্লাশ রুমের বৃদ্ধিকরণ, শিক্ষকদের জন্য একটি কমন রুমের ব্যবস্থা করা, চার তলা ভবনের র‌্যামের ব্যবস্থা করা, হিসাব শাখা ডিজিটালাইজড করা, সাইকেল ষ্ট্যান্ড নির্মাণ করা।

দক্ষতা ,প্রশিক্ষন ও পলিসি উন্নয়ন :


শিক্ষাক্রমের প্রবিধান ও পাঠ্যসূচী দেশের ও বিদেশের চাহিদার আলোকে পরিমার্জন প্রস্তাবনা প্রেরন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে ভোকেশনাল ট্রেডসমূহের প্রশিক্ষন কার্যক্রম গুলোকে Competency Based করা, এলাকা ভিত্তিক শ্রম-বাজারে তথ্য সম্বলিত একটি ডাটাবেজ প্রণয়ন, Community Based Training এর ব্যবস্থা গ্রহন, RTO প্রতিষ্ঠা করা, NTVQF বাস্তবায়ন করা, শিক্ষকদের ইন হাউজ ট্রেনিং এর ব্যবস্থা করা, ইনস্টিটিউট পারফর্মেন্স বেজ মেনেজম্যান্ট প্রবর্তন করা।